সাংবাদিকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালো প্রথম আলো

সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতে সাংবাদিক সমাজের নিরলস প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে দৈনিক প্রথম আলো কর্তৃপক্ষ।
রোববার (২৩ মে) সকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিনের আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রথম আলোর পক্ষে এ ধন্যবাদ জানান সহযোগী সম্পাদক আনিসুল হক।
তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখতে আপনাদের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা আপনারা চালিয়েছেন সেজন্য আমি ব্যক্তিগতভাবে এবং প্রথম আলোর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথম দিন থেকেই আপনারা পাশে ছিলেন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং গণমাধ্যমকর্মীরা পরিশ্রম করেছেন, আমাদের পাশে ছিলেন।
তিনি আরও বলেন, আদালতের ওপর আমাদের আস্থা ছিল। আজকের আদেশে সেই আস্থার প্রতিফলন ঘটেছে।