সাহানারা বেগমের মৃত্যুতে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের শোক
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। সমন্বয় পরিষদের সভাপিিত কাজল ঘোষ, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সদস্য সংগঠনের পক্ষে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন, খেয়ালী গ্রুপ থিয়েটারের পক্ষে সভাপতি সৈয়দ গোলাম মাস্দ বাবলু, সাধারণ সম্পাদক মেবাশীষ চক্রবর্তীসহ সদস্যবৃন্দ, শব্দাবলী গ্রুপ থিয়েটারের সভাপতি সৈয়দ দুলাল, সাধারণ সম্পাদক অনিমেষ সাহা লিটু, খেলাঘর বরিশাল জেলা, প্রান্তিক সঙ্গীত বিদ্যালয়, সুরলহরী সঙ্গীত বিদ্যালয়, জাতীয় রবীন্দ্রসঙ্গতি সম্মিলন পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।