সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

নওগাঁ জেলার ধামইরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে শুক্রবার বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি উপজেলার বস্তাবর সীমান্ত চৌকি (বিওপি) সংলগ্ন শূন্য রেখায় অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির বস্তাবর কোম্পানির কমান্ডার এবং বিএসএফের ১২৩ ব্যাটালিয়নের শিবরামপুর কোম্পানির কমান্ডার অংশ নেন।
বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা বা বেড়া নির্মাণ না করার বিষয়ে বিএসএফ সম্মত হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া বা রাস্তা নির্মাণ হবে কি না, তা নিয়ে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবিষ্যতে বৈঠক করবেন।
বিএসএফ প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা ১৫০ গজের মধ্যে কোনো নির্মাণকাজ করবে না। তবে প্রতিশ্রুতি ভঙ্গ হলে বিজিবি তা প্রতিহত করবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে দুই দেশের মধ্যে সংবেদনশীল পরিস্থিতি তৈরি হয়। বিজিবি ও বিএসএফের এ ধরনের বৈঠক সীমান্তে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।