সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে মঠবাড়িয়ায় রমজানের উপহার বিতরণ

সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে মঠবাড়িয়ায় রমজানের উপহার বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর উদ্যোগে অর্ধ শতাধিক পরিবারের মাঝে পবিত্র রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার ৫ মে সকালে উপজেলার সাফা বন্দর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ব্যবস্থাপক মো.আসাদুজ্জামান হাওলাদার এ উপহার সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাফা বন্দর বনিক সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ, সাফা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো. কবির হোসেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সাফা বন্দর শাখা অপারেশন ম্যানেজার মো. রাকিতুল ইসলাম মাসুদ, সিনিয়র অফিসার মো. মুনসুর ইকবাল প্রমূখ।