স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের বিভাগীয় শিক্ষক সমাবেশ

বরিশালে স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের বরিশাল বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় বরিশাল শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য জোটের সমাবেশে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি ।
এসময় প্রতিমন্ত্রী বলেন, স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষকদের যে সমস্যার কথাগুলো আজ বলা হলো এগুলো সমাধানে সরকার অবশ্যই এগিয়ে আসবে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাহায্যুতের নামাজ পরেন প্রতিদিন। মাদ্রাসার শিক্ষার প্রতি তার একটা টানও রয়েছে। বাংলা-ইংরেজী ভাষার সাথে মাদ্রাসার শিক্ষার্থীরা যেন সমান তালে এগিয়ে আসতে পারে সেটা তিনি চান। তাহলে বঙ্গবন্ধুর যে সপ্ন সোনার বাংলা গড়ার সে লক্ষ্যে আমরা পৌছাতে সক্ষম হবো।মাদ্রাসার শিক্ষার্থীদের যদি অন্যান্য শিক্ষার্থীদের সাথে এককাতারে নিয়ে আসতে না পারি তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এলক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০১৮ সাল থেকে আপনাদের বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে।আমি জানি আপনাদের কষ্ট, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে বেতন পান, একই মর্যাদার হলেও সেটি আপনারা পান না।
তিনি আরো বলেন, ড. মোহাম্মদ এয়াকুব হোসেনের কাছ থেকে জানতে পারলাম আপনাদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৩১১ কোটি টাকার একটি অর্থ বরাদ্দ হয়েছিলো। কিন্তু একটি সমস্যা দেখা দিয়েছি, আপনাদের অনেক মাদ্রাসার রেজিষ্ট্রি করা আছে, মোবাইল নম্বর দেয়া আছে কিন্তু মাঠে সে মাদ্রাসাগুলো নেই।
স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের সমন্বয়কারী আলহাজ্ব হাফেজ কাজী ফয়জুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, ঢাকা আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. মোহাম্মদ এয়াকুব হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের মুখপাত্র জয়নাল আবেদীন জিহাদী, মোঃ শামছুল আলম প্রমুখ।
বিভাগীয় শিক্ষক সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মুহাঃ বশির উল্লাহ আতাহারীর উপস্থাপনায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম ফরাজির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের আওতাধীন সকল জেলার সম্মানিত সভাপতি ও সাধারন সম্পাদক সহ উপজেলা প্রতিনিধিগন।