স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজত ইসলামের আমির বাবুনগরী

হেফাজত ইসলামের আমির জুনাইদ বাবুনগরী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করতে মন্ত্রীর বাসভবনে গিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাবুনগরীকে একটি গাড়িতে চড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাড়িতে ঢুকতে দেখা যায়। বাবুনগরীর সঙ্গে হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদীও রয়েছেন।
লকডাউনের মধ্যে কী কারণে বাবুনগরী ও জিহাদি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন, সে বিষয়ে হেফাজতের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর তরফেও কেউ কিছু বলেনি।
এর আগে গত ৪ মে নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তখন তারা সাম্প্রতিক সহিংসতার মামলায় দেশজুড়ে গ্রেপ্তার হওয়া হেফাজত নেতাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।
সংগঠনটির অন্তত ৫০ জন নেতাকর্মী সম্প্রতি শুধু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতেই গ্রেপ্তার হয়েছেন।
পুলিশের দাবি, হেফাজত নেতারা নাশকতার বড় ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন, যার চূড়ান্ত লক্ষ্য ছিল রাষ্ট্রক্ষমতা দখল।