৫ মিলিয়ন নাগরিক ইউক্রেন ছেড়ে পালাতে পারে

রাশিয়ার হামলার কারণে ইউক্রেনের কিছু অংশে জ্বালানি, নগদ অর্থ ও চিকিৎসা সংকট দেখা দিয়েছে, এর ফলে দেশটির অন্তত ৫ মিলিয়ন নাগরিক বাসস্থান ছেড়ে পালাতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।
শুক্রবার জাতিসংঘ সহায়তা সংস্থার এক প্রতিনিধির বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করা হয়।
জেনেভায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি শাবিয়া মানতুও বলেন, এখন পর্যন্ত অন্তত এক লাখ ইউক্রেনিয়ান তার আবাসস্থল ছেড়ে পাশ্ববর্তী দেশ মলদোভা, রোমানিয়া এবং পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।
ইউনিসেফ'র ইউরোপ ও সেন্ট্রাল এশিয়ার আঞ্চলিক প্রধান আফসান খান সংবাদ সম্মেলনে বলেন, আমরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছি ইউক্রেনের কোথায় কোথায় কোন কোন নাগরিক সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি এখন পর্যন্ত ২৫ ইউক্রেনিয়ান নিহত এবং ১০২ জন আহত হওয়ার তথ্য দেন।
তিনি জানান, গোলার আঘাতে এবং আকাশ থেকে হামলায় হতাহতের এসব ঘটনা ঘটেছে। এ সংখ্যা আরো বেশি হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। এখন পর্যন্ত হামলায় ১০০ জনের মৃত্যু হয়েছে বলে ইউক্রেন তথ্য দেয়
সর্বশেষ রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ শুরু করছে বলে খবর। তাদের প্রতিহতের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন সেনাবাহিনী।
পিআর/ডিআর