‘অপারেশন সুন্দরবন’র বিশেষ প্রদর্শনী

‘অপারেশন সুন্দরবন’র বিশেষ প্রদর্শনী

শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অপারেশন সুন্দরবন’র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই বিশেষ প্রদর্শনী। এতে অংশ নেয় সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবিটি দেখে অভিভূত হয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও উল্লাস প্রকাশ করেন।

অনুভূতি প্রকাশে তারা বলেন, এমন একটি ছবি নির্মাণ করে এদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছেন এলিট ফোর্স র‍্যাব।

তারা বলেন, এ ধরনের ছবি যত বেশি নির্মাণ হবে, বাংলাদেশের চলচ্চিত্র বেশি সমৃদ্ধ হবে। এটি শুধু নিছক একটি ছবি নয় র‍্যাবের গৌরবময় ইতিহাসের একটি অংশ। শ্বাসরুদ্ধকর ও লোমহর্ষক অভিযানের সাফল্যগাঁথা নিয়ে এই ছবিটি তার গল্প ও নির্মাণশৈলীর কারণেই সব মহলের প্রশংসা অর্জন করেছে। এই ছবিটি এলিট ফোর্স র‍্যাবকে অনন্য উচ্চতায় আসীন করেছে বলেও মনে করেন তরুণ শিক্ষার্থী ও তাদের শিক্ষকরা।

 

সিনেমার প্রতিটি ফ্রেম দর্শকদের একটানা প্রেক্ষাগৃহে বসিয়ে রাখতে সক্ষম হয়েছে বলেও জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। জলদস্যুমুক্ত সুন্দরবন গড়ার পাশাপাশি জলদস্যুদের মনস্তাত্ত্বিক বিকাশ ও তাদের পুনর্বাসনের মধ্য দিয়ে র‍্যাব বর্তমানে সব শ্রেণির মানুষের প্রশংসায় ভাসছেন।

র‍্যাব কো- অপারেটিভ সোসাইটি প্রযোজিত ও দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, নুসরাত ফারিয়া, সিয়াম, রোশন, এহসান আহমেদ, শতাব্দী ওয়াদুদ ও রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।