‘খালেদা জামিন পাওয়ার হকদার’

‘খালেদা জামিন পাওয়ার হকদার’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া জামিন পাওয়ার হকদার। তাকে কারাগারে রাখার কোনো আইনি কারণ নেই। সম্পূর্ণ বেআইনিভাবে তাকে কারাগারে রাখা হয়েছে।

গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।

মির্জা ফখরুল বলেন, এরকম মামলায় নাজমুল হুদা, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মহিউদ্দিন খান আলমগীর জামিনে আছেন। অথচ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দেশনেত্রীকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে।

বর্তমান সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, এ মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, এখন নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিলে দেশের রাজনৈতিক সংকটের সমাধান হবে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার প্রমুখ।