‘নিজ বাড়ি নিজ হাসপাতাল, করোনামুক্ত বাংলাদেশ’ শ্লোগান নিয়ে বরিশালে স্বাস্থ্য সেবা

‘নিজ বাড়ি নিজ হাসপাতাল, করোনামুক্ত বাংলাদেশ’ শ্লোগান নিয়ে বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প। ক্যাম্পে পরীক্ষা-নিরীক্ষা, ডাক্তারী ব্যবস্থাপত্র এবং ওষুধসহ সবই দেয়া হয় বিনামূল্যে।
বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর চাঁদমারী ইসলামী ব্যাংক হাসপাতাল চত্ত্বরে এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়।
প্রথম দিন ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে সেবা দেয়া হয়। করোনাকালে মানুষের স্বাস্থ্যসেসবা নিশ্চিত করার লক্ষ্যে ‘ইনজিনিয়াস হেলথ কেয়ার ও সৌহার্দ ফাউন্ডেশন’ নামে দুটি সংগঠন যৌথভাবে এই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে। দুই দিন আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার জন্য রয়েছেন ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
রোগীদের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা, ডাক্তারী ব্যবস্থাপত্র এবং ওষুধসহ সবই দেয়া হচ্ছে বিনামূল্যে। বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেয়ে খুশী সাধারণ রোগীরা।
গত ৭ অক্টোবর গোপালগঞ্জ থেকে এই স্বাস্থ্যসেসবা ক্যাম্প শুরু হয়। দেশের ১৪টি জেলায় ভ্রাম্যমান এই স্বাস্থ্যসেবা ক্যাম্প ২দিন করে রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেবে বলে জানিয়েছেন ক্যাম্পের তত্ত্বাবধায়ক প্রফেসর ডা. মোহাম্মদ রাশিদুল হাসান এবং ইসলামী ব্যাংক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ইসতিয়াক হোসেন।