‘বন্ধু বাঁচাও’ চিৎকার শুনে বিজিবির তিন সদস্যকে উদ্ধার বিএসএফের

সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন সদস্যকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুয়াহাটি শাখা এক টুইটে এ তথ্য জানিয়েছে। এ নিয়ে গতকাল মঙ্গলবার খবর প্রকাশ করেছে ভারতের সংবাদ সংস্থা এএনআই।
ভারতের আসাম প্রদেশের দক্ষিণ সালমারা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় চোরাকারবারীদের আক্রমণের শিকার হন ওই তিন বিজিবি সদস্য। ‘বন্ধু বাঁচাও’ চিৎকার শুনে বিজিবির সদস্যদের চোরাকারবারীদের হাত থেকে রক্ষা করেছে বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের বিশেষ টহল দলের সদস্যরা।
গত ২২ আগস্ট রাত ৮টার দিকে ওই ঘটনা ঘটে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বলেছে, বাংলাদেশি চোরাকারবারীরা বিএসএফের সদস্যদের এগিয়ে আসতে দেখে বাংলাদেশের সাতকুরিবাড়ি গ্রামের দিকে পালিয়ে যায়।