কলাপাড়ায় শুভ্রা চক্রবতী পেলেন জয়ীতা সন্মাননা

কলাপাড়ায় শুভ্রা চক্রবতী পেলেন জয়ীতা সন্মাননা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কলাপাড়ায় কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ জয়ীতাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। 

মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এর উদ্যোগে সারা দেশে পরিচালিত ”জয়ীতা অন্বেষনে বাংলাদেশ” র্শীষক বিশেষ কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসাবে জয়ীতা সন্মাননা পেয়েছেন শুভ্রা চক্রবর্তী।

গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান জয়ীতা সন্মাননা প্রদান করেন। উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক দপ্তর ও ওসিসি'র আয়োজনে সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবোক সভাপতি মেজবাহউদ্দিন মাননু প্রমুখ। শুভ্রা চক্রবর্তী কলাপাড়া প্রেসক্লাবের সাহিত্য, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক ভোরের আলো, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার কলাপাড়া প্রতিনিধি অশোক মুখার্জী’র স্ত্রী।