কুয়াকাটা সৈকতে ট্রাকের নিচে মোটরসাইকেল

কুয়াকাটা সৈকতে ট্রাকের নিচে মোটরসাইকেল

পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সৈকত থেকে একটি বালুবাহী ট্রাক বেড়িবাঁধে উঠার সময় সংঘর্ষে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে দুমড়ে-মুচড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন- মো. নুর আলম (৩২), ছালাম শেখ (৬০) ও জালাল খাঁ (৪৫)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডা. মো. তানজিম হোসেন জানান, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। 


মহিপুর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।