খাদ্যমন্ত্রীর মেয়েকে ছুরিকাঘাত

খাদ্যমন্ত্রীর মেয়েকে ছুরিকাঘাত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে কৃষ্ণা রুপা মজুমদারকে ছুরিকাঘাত করা হয়েছে। 

শুক্রবার তিনজন মুখোশধারী ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

কৃষ্ণা রুপা মজুমদার ক্ষুদেবার্তায় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর মিন্টু রোডে বাবার বাসাতেই আছেন।

কৃষ্ণা রুপার সহকর্মী এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার বিকাল ৩টার দিকে মিন্টো রেডে বাসার আশপাশেই এ ঘটনা ঘটে। এসময় তিনি রিকশায় ছিলেন। তিনজন মুখোশধারী তার রিকশা আটকে তাকে ছুরিকাঘাত করেন এবং তার মোবাইল ফোনটি নিয়ে যান।