নেত্রকোনায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক দীলিপ রায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক দীলিপ রায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনা শহরের বড়বাজার এলাকার নিজ বাসা থেকে দীলিপ কুমার রায় (৭১) নামের অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দীলিপ কুমার রায় নেত্রকোনা আবু আব্বাছ কলেজের কৃষি শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। তিনি বড়বাজার এলাকায় একা বাস করতেন। তার স্ত্রী বিভা সাহা ঢাকায় ছেলের বাসায় ছিলেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিভা সাহা ঢাকা থেকে বাসায় ফিরে দরজায় তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। ফোনে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। ভেতরে খাটের নিচে রক্তাক্ত অবস্থায় দীলিপ রায়ের দেহ পাওয়া যায়।

পরিবারের দাবি, দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে দীলিপ রায়কে কুপিয়ে হত্যা করেছে।

জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে একাধিক টিম কাজ করছে। জড়িতদের খুঁজে বের করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”

দীলিপ রায়ের ছেলে রাজিব কুমার রায় ঢাকায় অর্থ মন্ত্রণালয়ের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) উপপরিচালক হিসেবে কাজ করেন। তার স্ত্রী কয়েক দিন আগে ছেলের বাসায় বেড়াতে গেলে দীলিপ কুমার একাই বাসায় ছিলেন।