শরীয়তপুরে জাজিরা থানার ওসি আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জাজিরা থানা ভবনের নিজের কক্ষ থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জাজিরা থানার এসআই আব্দুস সালাম প্রথমে ওসির রুমে প্রবেশ করে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। এরপর ডিউটি অফিসারসহ সংশ্লিষ্টদের খবর জানানো হয়।
মরদেহ উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে শরীয়তপুরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেন।
বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা ওসি আল আমিনের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। কয়েকদিন আগে তার পরিবার জাজিরায় বেড়াতে এসেছিল। পরিবার জানিয়েছে, তিনি হতাশাগ্রস্ত ছিলেন।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ-উজ জামান বলেন, “ফরেনসিক টিমের মাধ্যমে লাশ নামিয়ে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবার থেকে তার হতাশাগ্রস্ততার কথা জানানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক তথ্য জানা যাবে।”
ওসি আল আমিনের ভায়রা ভাই অ্যাডভোকেট আব্দুর রব বাবুল জানিয়েছেন, হতাশার কারণে আত্মহত্যা হতে পারে বলে তারা ধারণা করছেন।