বরিশালে নবায়নযোগ্য জ্বালানির নিশ্চয়তার দাবি

২০৪১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত দেশ থেকে বাংলাদেশের জলবায়ু ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা প্রান্তজন এর উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংগঠক রনজিৎ দত্ত্বের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রান্তজনের তৌহিদুল ইসলাম শাহজাদা, রান এর নির্বাহী পরিচালক রফিকুল আলম, বেলার সমন্নয়কারী লিংকন বায়েন এবং সাংস্কৃতিক কর্মী শুভংকর চক্রবর্তী প্রমুখ।
বক্তারা ২০৪১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির নিশ্চয়তা এবং জলবায়ু তহবিলের উপযুক্ত ক্ষতিপূরণ আদায়ের দাবি জানান।