শারদীয় উপহার দিলো হাসিমুখ পরিবার

শারদীয় উপহার দিলো হাসিমুখ পরিবার

প্রতিবারের ন্যায় এবারো হাসিমুখ পরিবারের শারদীয় উপহার বিতরণ করেছে। 

শনিবার ১ অক্টোবর শারদোৎসবের সুচনা লগ্নে মহাষষ্ঠীর দিন বরিশাল সার্কিট হাউজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এবছর  অর্ধশতাধিক নারীদের মাঝে পুজো উপলক্ষে শারদীয় উপহার হিসেবে শাড়ি বিতরণ করে।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কমল ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন কাজল ঘোষ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ এম জি কবির ভুলু, সঙ্গীতশিল্পী ও শিক্ষক শেখ নাসের জামাল সহ প্রমুখ।