বরিশালে বছরের প্রথম দিনে বই বিতরণ

বরিশালে বই উৎসব না হলেও আনন্দঘন পরিবেশে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। তাদের হাতে নতুন বই তুলে দিতে পেরে খুশি জেলা প্রশাসকও। তবে বিভিন্ন স্তরে বইয়ের কিছুটা ঘাটতি থাকায় প্রথম দিন সবার হাতে নতুন বই তুলে দিতে পারেনি প্রশাসন।
শনিবার সকাল সাড়ে ১১ টায় নগরীর নাজির মহল্লার মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বছরের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। এ সময় নেজারত ডেপুটি কালেক্টর মো. নাজমূল হুদা ও সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রায় একই সময়ে নগরীর নব আদর্শ স্কুলে বই বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ মজুমদার। এছাড়া মাধ্যমিক স্তুরেও বই বিতরণ করা হয়।
নতুন বছরের প্রথম দিন বইয়ের মৌ মৌ ঘ্রানে পুলকিত শিক্ষার্থীরা। প্রথম দিন নতুন বই পাওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় মনযোগ দেয়ার কথা বলেন।
এ বছর বরিশাল জেলায় প্রাথমিকে সাড়ে ১৪ লাখ বইয়ের চাহিদা থাকলেও বই এসেছে ১৩ লাখ। মাধ্যমিকে ৪৩ লাখ চাহিদার বিপরীতে এখন পর্যন্ত বই এসেছে ২৫ লাখ। এ কারনে সবার হাতে নতুন বই তুলে দেয়া যায়নি। আগামী কয়েকদিনের মধ্যে সব বই পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বই বিতরনের পর জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই উপহার দেয়া বর্তমান সরকারের অন্যতম সফলতা। করোনার কারনে একযোগে বই উৎসব না হলেও আগামী কয়েক দিনের মধ্যে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে বলে জানান তিনি।