বোরহানউদ্দিনে তাবলীগ জামাতের ৩৫ সদস্য আটক

বোরহানউদ্দিনে তাবলীগ জামাতের ৩৫ সদস্য আটক

ভোলার বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে  হবিগঞ্জ, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে ফেরত আসা ৩৫ জনকে আটক করেছেন নৌবাহিনী। ট্রাকচালক সহ  আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বশির গাজীর কাছে হস্তান্তর করেন।

৮ এপ্রিল বুধবার বেলা ১১ঃ৩০ মিনিটে বোরহানগঞ্জ বাজারে লেফটেন্যান্ট কমান্ডার ইমাম হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

নৌবাহিনীর অফিসার জানান, সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে নারায়ণগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জ ও হবিগঞ্জ থেকে ফেরত আসা তাবলীগ জামাতের ৩৫ জন যাত্রী চরফ্যাশনের দিকে যাচ্ছিল। সকল যাত্রীকে পরিবহন থেকে নামানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে করোনা ভাইরাস বিস্তারে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ ধরনের চলাচল দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে বলে সকলকে সর্তক করে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বশির গাজী জানান, আটককৃত পরিবহনের চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালক মোহাম্মদ আলিকে ৫ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেই। দন্ড পরিশোধের পর তাদেরকে বাসায় গিয়ে ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেই এবং করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে তাদেরকে অবহিত করে ছেড়ে দেওয়া হয়।