শাহবাগে পিলখানা বিদ্রোহের দাবি নিয়ে আন্দোলনকারীদের অবরোধ, পুনরায় যান চলাচল শুরু

পিলখানা বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুতদের দাবি নিয়ে শাহবাগে অবস্থানকারী আন্দোলনকারীরা ২ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এতে পুনরায় যান চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে সময় বেঁধে দিয়ে শাহবাগের রাস্তা ছেড়ে আবারও শহিদ মিনারে ফিরে গেছেন আন্দোলনকারীরা। এ সময় তাদের পক্ষ থেকে বলা হয়, আগামী দুই ঘণ্টার মধ্যে সরকার পক্ষ থেকে তাদের সমস্যার সমাধানে আশানুরূপ ঘোষণা না এলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এর আগে, দুপুর দেড়টার দিকে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় নিরপরাধ সদস্যদের মুক্তি, পুনঃতদন্তসহ তিনটি দাবি নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ করে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, যাত্রীদের ভোগান্তি বাড়ে।
শাহবাগে অবস্থান কর্মসূচিতে তিনটি দাবি উত্থাপিত হয়– পিলখানা হত্যাকাণ্ডে গ্রেফতার সকল বিডিআর সদস্যের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যাকাণ্ডের মামলায় পুনঃতদন্ত ও ন্যয়বিচার।