সালমান শাহর স্মৃতিচিহ্ন উঠছে নিলামে

সালমান শাহর স্মৃতিচিহ্ন উঠছে নিলামে

নিলামে উঠছে সালমান শাহ ব্যবহৃত টিশাট ও ব্যান্ডানা। যে কেউ সর্বোচ্চ দাম দিয়ে সংগ্রহ করতে পারবেন প্রিয় নায়কের স্মৃতিচিহ্ন।

জানা গেছে, ১৯৯৪ সালে মুক্তি পায় শিবলী সাদিক পরিচালিত ‘অন্তরে অন্তরে’। ওই ছবিতে সালমানকে দেখা যায় লাল রঙের টিশার্টে ও মাথায় ব্যান্ডানা পরতে। সেই স্মৃতিচিহ্নই উঠবে নিলামে।

মামুনুর রেজা মামুন নামে এক সালমান ভক্ত প্রায় ২০ বছর ধরে সংরক্ষণে রেখেছেন টিশার্ট ও ব্যান্ডানাটি।

সংবাদমাধ্যমকে তিনি জানান, “নায়কের মৃত্যুর পর তার মা নীলা আন্টি এবং তার বাবা কমর আংকেলের সাথে দেখা করার জন্য তাদের বাসায় যাই। এ থেকেই তাদের পরিবারের সাথে আমার একটা সম্পর্ক শুরু হয় এবং তারা আমাকে আপন করে নেন। একদিন আন্টির কাছে প্রিয় নায়কের কিছু স্মৃতিচিহ্ন চাইলে তিনি রুমে গিয়ে আলমারি খুলে এই টিশার্ট আর ব্যান্ডানাগুলো আমাকে দেন। এগুলো পেয়ে আমি তখনই আবেগে কেঁদে ফেলি। আজ এসব নিলামে দিচ্ছি।”

আরও জানান, করোনা পরিস্থিতিতে আর্থিক সমস্যা থাকা মানুষদের জন্য তহবিল গঠনে এই নিলামের আয়োজন করছেন। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


ভোরের আলো/ভিঅ/২১/২০২০