বিচক্ষণতার সঙ্গে সাদিক আবদুল্লাহ’কে নগরবাসীর নেতৃত্ব ও উন্নয়নে মনোযোগ দেয়ার অনুরোধ

বিচক্ষণতার সঙ্গে সাদিক আবদুল্লাহ’কে নগরবাসীর নেতৃত্ব ও উন্নয়নে মনোযোগ দেয়ার অনুরোধ

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াব সাদিক আবদুল্লাহকে অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন শিক্ষাবিদ, সামাজিক সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের বিশিষ্ট ব্যক্তি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এর জবাবে মেয়র সাদিক বরিশাল সিটি করপোরেশনের সার্বিক উন্নয়ন সকল কাজে নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে তিনি রাজনীতি ও প্রশাসনের সঙ্গে একযোগ কাজ করারও কথা বলেছেন। 

বৃহস্পতিবার রাতে বরিশালের নাগরিকদের সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল মতবিনিময় সভায় এমন আহ্বন ও অঙ্গীকারের কথা জানানো হয়।
সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ৩ ঘন্টারও বেশি সময় ধরে চলা সভায় বক্তারা বলেন, চলার পথে নানান ঘটনা ঘটতেই পারে। তবে দক্ষতা দিয়ে বিষয়টি মোকাবেলা করতে হবে।


বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ ও অন্যান্য বক্তারা বলেন, বরিশালে এই মুহূর্তে দৃশ্যমান কোন চাঁদাবাজী, টেন্ডারবাজী, অবৈধ দখল নেই। জনসাধারণ তুলানামূলক অনেক ভালো আছে। সিটি করপোরেশন কর্তৃপক্ষ রাতের আঁধারে নগর-পরিস্কার-পরিচ্ছন্ন করে। নগরভবনে সেবা নিতে গিয়ে আগের মতো ঘুষ বা বখশিস দিতে হচ্ছে না। নগরীতে রাস্তাঘাটগুলোও টেকসই মানে নির্মাণ করা হয়েছে। স্বল্প সময়ে ভবনের অনুমোদিত নকশা পাচ্ছে নগরবাসী। ইমামদের জন্য নগরীতে ইমাম ভবন নির্মাণ করা হচ্ছে। দেয়া হচ্ছে মাসিক ভাতা।

বক্তারা সিটি মেয়রকে আরও বিচক্ষণতার সঙ্গে নগরবাসীর নেতৃত্ব দেয়ার পাশাপাশি উন্নয়নে মনোযোগ দেয়ার অনুরোধ করেন। তারা বরিশাল নদী বন্দরসহ কীর্তনখোলা নদীর বিভিন্ন ঘাটে এবং বাজারগুলোতে অতিরিক্ত মাত্রায় টোল আদায়ের সমালোচনা করে এর প্রতিকার দাবি করেন। 
সাংবাদিক ইউনিয়ন বরিশাল ও উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণের সঞ্চালনায় ভার্চুয়াল ওই মতবিনিময় সভার কেন্দ্র বিন্দু ছিলেন সিটি মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ।

এছাড়া বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তফা কামাল, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্বাস উদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, মহানগর ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শামছুল আলম, বরিশাল চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রহিম, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ, সিনিয়র সাংবাদিক ও ইন্ডিপেন্ডেণ্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, ইলেক্টনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (বিইমজা) সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন বরিশালের সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ও নিউজ-২৪ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ব্যুরো প্রধান রাহাত খান, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ, ডিবিসি নিউজ এর ব্যুরো প্রধান অপূর্ব অপু, বিসিক শিল্প মালিক সমিতির আহ্বায়ক ওয়ালি মো. খান শাওন, স্থপতি মিলন মন্ডল, রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন, এমইপির ম্যানেজিং ডিরেক্টর ফাহিম আলম, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বরিশালের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীনসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।